মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়ার মজুদ

বণিক বার্তা ডেস্ক

টানা তিন বছরের মন্দা ভাব কাটিয়ে ২০২০ সাল শেষে অস্ট্রেলিয়ায় গমের সমাপনী মজুদ বাড়তির পথে রয়েছে। বছর শেষে কৃষিপণ্যটির মজুদ আগের বছরের তুলনায় প্রায় ৬১ শতাংশ বাড়তে পারে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। খবর বিজনেস রেকর্ডার এগ্রিমানি।

ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল শেষে অস্ট্রেলিয়ায় গমের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ৫৬ লাখ ৯০ হাজার টনে, যা আগের বছরের তুলনায় রেকর্ড ৬০ দশমিক ৭৩ শতাংশ বেশি। গত বছর শেষে দেশটিতে কৃষিপণ্যটির সমাপনী মজুদ দাঁড়িয়েছিল ৩৫ লাখ ৪০ হাজার টনে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অস্ট্রেলিয়ায় গমের সমাপনী মজুদ বাড়তে পারে ২১ লাখ ৫০ হাজার টন।

সর্বশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় গমের মজুদে প্রবৃদ্ধি বজায় ছিল। ওই বছর দেশটিতে কৃষিপণ্যটির মজুদ ছিল ৫৭ লাখ ৫০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৪৯ দশমিক শতাংশ বেশি। পরের দুই বছর অস্ট্রেলিয়ায় কৃষিপণ্যটির সমাপনী মজুদের পরিমাণ ছিল যথাক্রমে ৫৫ লাখ ৪৯ হাজার ৫৪ লাখ ৪০ হাজার টন। ফলে তিন বছর পর প্রবৃদ্ধির ধারায় ফিরবে অস্ট্রেলিয়ায় গমের মজুদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন