দোকানপাট খুলে দেয়ার কথা ভাবছে ফ্রান্স

বণিক বার্তা ডেস্ক

করোনার দ্বিতীয় জোয়ারের প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে সামনে আসছে বড়দিনের উৎসব, যাকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটা বেড়ে যায়। এই দুই বিষয়ের কথা মাথায় রেখে দোকানপাট খুলে দেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। খবর এএফপি।

কারফিউ লকডাউনের মাধ্যমে কভিড-১৯ মহামারীর দ্বিতীয় প্রবাহ বেশ ভালোভাবেই সামাল দিতে পেরেছে ফ্রান্স। গত সপ্তাহে নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ৪০ শতাংশ কমেছে। অবস্থায় দোকানপাট পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ার সুযোগ তৈরি হয়েছে সরকারের জন্য।

ফ্রান্সের দোকান মালিকরা আগামী সপ্তাহের মধ্যেই তাদের কার্যক্রম চালুর অনুমোদন পেতে চাইছেন। তবে এখনই সিদ্ধান্ত নেয়াটা জনস্বাস্থ্যের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে কিনা, সরকার তা খতিয়ে দেখছে। মঙ্গলবার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন