ফের মন্দার মুখে ইইউর গম রফতানি

বণিক বার্তা ডেস্ক

টানা চার বছরের মন্দা ভাব কাটিয়ে ২০১৯ সালে ঘুরে দাঁড়িয়েছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গম রফতানি খাত। তবে চলতি বছর প্রবৃদ্ধির ধারা বদলে যেতে পারে। ফের মন্দার মুখে পড়তে পারে ইইউ থেকে কৃষিপণ্যটির রফতানি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে ইইউভুক্ত দেশগুলো থেকে গমের সম্মিলিত রফতানি আগের বছরের তুলনায় ২৩ শতাংশের বেশি কমতে পারে। খবর এগ্রিমানি বিজনেস রেকর্ডার।

গম রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় ইইউভুক্ত দেশগুলোর সম্মিলিত অবস্থান দ্বিতীয়। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে কোটি ৮০ লাখ টন গম রফতানির সম্ভাবনা রয়েছে, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ২৯ শতাংশ কম। টানা চার বছরের মন্দা ভাব কাটিয়ে ২০১৯ সালে এসব দেশ সব মিলিয়ে কোটি ৬৫ লাখ টন গম রফতানি করেছিল, যা আগের বছরের তুলনায় ৫৬ দশমিক ৫৯ শতাংশ বেশি। ইইউর ইতিহাসে এটাই সবচেয়ে বেশি গম রফতানির রেকর্ড।

এর আগে ২০১৪ সালে ইইউর গম রফতানিতে সর্বশেষ প্রবৃদ্ধির দেখা মিলেছিল। ওই বছর এসব দেশ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টন গম রফতানি করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন