কাতার পৌঁছেছে জাতীয় ফুটবল দল

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার গেল বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার  বাংলাদেশ সময় বেলা পৌঁনে ২টার দিকে কাতারের রাজধানী দোহায় পৌঁছে বাংলাদেশকে বহনকারী বিমান। 

চলমান কভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে ফুটবল দলকে। আজ দোহায় পৌঁছেই দলের সবাইকে কভিড-১৯ পরীক্ষা করাতে হয়েছে। এরপর মাঠে অনুশীলন শুরুর আগে তিনদিন থাকতে হবে কোয়ারেন্টিনে। এ সময় অবশ্য জিম ও পুল ব্যবহার করতে পারবেন ফুটবলাররা। 

এটা ফিরতি লেগের ম্যাচ। গত বছর ১০ অক্টোবর ঢাকায় কাতার জিতেছিল ২-০ গোলে। 

কভিড-১৯ মহামারীর কারণে বাছাই পর্বের ম্যাচ বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি ঘরের মাঠে মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজে নেপালকে ১-০ ব্যবধানে হারায় জামাল ভূইয়ার বাংলাদেশ দল। অন্যদিকে এ মাসে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে একটিও জিততে পারেনি ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।

উল্লেখ্য, হেড কোচ জেমি ডে করোনায় পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যাননি। তার অনুপস্থিতিতে স্টুয়ার্ট ওয়াটকিস দলের কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়া ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক ও স্ট্রাইকার নাবিব নওয়াজ জীবন হাঁটুর চোটের কারণে কাতার যাননি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন