দ্বিতীয় ম্যাচে ড্র করেও সিরিজ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

দুই ম্যাচের মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজে নেপালকে হারাল বাংলাদেশ। প্রথম ম্যাচে ২-০ গোলে জেতা বাংলাদেশ আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে হিমালয়কন্যা নেপালের সঙ্গে। অবশ্য ড্র করেও ১-০ ব্যবধানে সিরিজ জিতল জামাল ভূইয়াদের দল। 

গত শুক্রবার প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়টা এসেছিল দীর্ঘ পাঁচ বছর পর। সেই জয়ে উজ্জীবিত জামালদের লক্ষ্য ছিল জয়ের ধারায় থাকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইংলিশ হেড কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোটেলে অবস্থান করছেন বলে ডাগআউটে থাকা হয়নি। এ কারণে আজ বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট ওয়াটকিস। একাদশে দুটি পরিবর্তন আনেন তিনি। গোলবারের নিচে পুরোটা সময় খেলেন আশরাফুল ইসলাম রানা ও ডিফেন্সে ফেরেন ইয়াসিন খান। যদিও তার একাদশ বাংলাদেশকে জয় এনে দিতে ব্যর্থ হয়।  

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ করোনাভাইরাস মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়ায় ফ্রেন্ডলি ম্যাচ খেলছে বাংলাদেশ ও নেপাল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন