
দেশে দুদিন ধরে কভিড-১৯ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ১ হাজার ৬৮৩। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের ১১৫টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে বলা হয়, গতকাল সকাল পর্যন্ত ১৩ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫২০টি। এর মধ্যে ১ হাজার ৬৯৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৬০২।
এদিকে দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১০৮। গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ১০ জন ঢাকা, তিনজন চট্টগ্রাম, একজন করে তিনজন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৮ জন করোনা রোগী সুস্থ হয়েছে। মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪১ হাজার ৪১৬। গতকাল নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৭ শতাংশে। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ১৫ শতাংশ। ১০০ জন করোনা রোগীর মধ্যে সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ শতাংশ, মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সময় গতকাল বিকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে ৫ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ৭১২ জন। মোট মারা গেছে ১২ লাখ ৭১ হাজার ৩৬৭ জন। বর্তমানে শীতপ্রধান দেশে করোনাভাইরাসের সংক্রমণ নতুন গতিতে বাড়তে শুরু করেছে।