বাংলাদেশের পলিমাটি নিতে চায় মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় ভারত মহাসাগরের দ্বীপদেশ মালদ্বীপ। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেনের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদের টেলিফোনে আলাপ হয়। সেই আলাপে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন আগ্রহ প্রকাশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো  হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় টেলিফোনে আলাপকালে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন তারা। এছাড়া আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন তারা।

মালদ্বীপ বাংলাদেশ থেকে পিপিইসহ করোনা চিকিৎসাসামগ্রী আমদানি করতে পারবে বলে সময় উল্লেখ করেন . মোমেন।

আব্দুল্লা শহিদ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশ সরকারের সফলতার প্রশংসা করেন। নিকট ভবিষ্যতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন