নতুন দুই ডিএমডি পেল বিডিবিএল

মো. কামাল হোসেন গাজী মো. রিফাত হাসান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন।

মো. কামাল হোসেন গাজী ১৯৮৭ সালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আইসিবির সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিভিশন, লিগ্যাল অ্যাফেয়ার্স, মানি লন্ডারিং বিভাগের প্রধান এবং খুলনা, বরিশাল চট্টগ্রামের শাখাপ্রধান হিসেবেও কর্মরত ছিলেন।

অন্যদিকে রিফাত হাসান আইসিবিতে প্রোগ্রামার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে স্নাতক স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রি লাভ করেন। তিনি আইসিবির আইসিটি ডিভিশন এবং ইইএফের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন