ভূমিকম্পে তুরস্ক-গ্রিসে নিহতের সংখ্যা বেড়ে ২৭

বণিক বার্তা ডেস্ক

এজিয়ান সাগরে মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক গ্রিসে মৃতের সংখ্যা বেড়ে ২৭- দাঁড়িয়েছে। এর মধ্যে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তুরস্কের ইজমির নগরীতেই মারা গেছেন ২৫ জন। আর গ্রিসে দুজনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্স।

শুক্রবার আঘাত হানা ভূমিকম্পে তুরস্কের ইজমিরে ?অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পরাঘাতে এখনো ওই অঞ্চলটি বার বার কেঁপে উঠছে। তার মধ্যেই উদ্ধারকর্মীরা ?ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। কর্মকর্তারা জানান, সেখানে আরো ৪৭০টি পরাঘাত অনুভূত হয়েছে।

উদ্ধারকর্মীরা গতকাল একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একজন মা তার চার সন্তানকে উদ্ধার করেছে। কর্মকর্তারা জানান, ধসে পড়া আটটি ভবনে উদ্ধারকাজ শেষ হয়েছে। আরো অন্তত নয়টি ভবনে এখনো উদ্ধারকাজ চলছে। ভূমিকম্পে তুরস্কে অন্তত ৮০৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সম্প্রতি বিভিন্ন বিষয়ে বিরোধের জেরে মুখোমুখি অবস্থানে থাকা দুই প্রতিবেশী দেশ তুরস্ক গ্রিসের নেতারা ভূমিকম্পের পর শুক্রবার রাতে নিজেদের মধ্যে টেলিফোনে কথা বলেছেন ক্ষয়ক্ষতির কারণে পরস্পরকে সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন