সন্ধ্যায় রিয়াল, রাতে বার্সা

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় আজ শনিবার সন্ধ্যায় মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রাতে খেলবে বার্সেলোনা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় উয়েস্কার মুখোমুখি হবে জিনেদিন জিদানের রিয়াল। আর রাত দুইটায় বার্সার প্রতিপক্ষ অ্যালাভেস। খবর বিবিসি। 

লা লিগার পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আজ জিতলে রিয়াল সোসিয়েদাদকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। লস ব্লাঙ্কোসদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে সোসিয়েদাদ, অবশ্য তারা ম্যাচও বেশি খেলেছে একটি। 

বার্সেলোনা ৫ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে। কাতালানরা জিতেছে মাত্র দুই ম্যাচ। সমর্থকদের কাছে লা লিগায় টেবিলের চিত্রটা এবার তাই বেশ অচেনাই লাগছে! ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল, রানার্সআপ ম্যানচেস্টার সিটি ও চেলসি। লিভারপুল ঘরের মাঠে খেলবে ওয়েস্টহামের সঙ্গে, ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়। তার আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যানসিটি খেলতে নামছে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে, রাত ৯টায় চেলসি খেলবে বার্নলের বিপক্ষে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এভারটন, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।  

বুন্দেসলিগায় বর্তমান জার্মান ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে কোলনের বিপক্ষে। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ড খেলবে আরমিনিয়া বিয়েলফেল্ডের সঙ্গে। ফরাসি লিগ ওয়ানে পিএসজি খেলবে নঁতের সঙ্গে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন