গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হলো পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স সেন্টার

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা আরো সহজলভ্য করতে পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স সেন্টার চালু করলো গণস্বাস্থ্য নগর হাসপাতাল। এর আওতায় মস্তিস্কের বিভিন্ন ধরনের সমস্যার অস্ত্রোপচারহ বিভিন্ন দুর্ঘটনা বা  ট্রমার রোগীদের চিকিৎসার সার্বক্ষণিক ব্যবস্থা করা হয়েছে।

হাসপাতালটির নিউরোসায়েন্স সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অধ্যাপক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী। 

মেরুদণ্ডের সমস্যা, সেরিব্রাল পালসি, পিএলআইডি, স্ট্রোক, প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিজিসসহ বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার স্বল্প খরচে করার ব্যবস্থা রয়েছে এই নতুন ও পূর্ণাঙ্গ নিউরোসায়েন্স সেন্টারে।

চিকিৎসা নিতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে। অথবা +৮৮০২- ৯৬৭০০৭১-৫ ফোন নম্বর বা ০১৭৭৪-১৩৫৮১০ সেলফোন নম্বরে সরাসরি অধ্যাপক ডা. মো. ফরিদুল ইসলাম চৌধুরীর সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন