দেশের বাড়িতে ডাকাতি, পরিবারের নিরাপত্তা চেয়ে প্রবাসীর সংবাদ সম্মেলন

কাজী শামীম, কাতার থেকে

ফেনী সদর উপজেলা পশ্চিম ফাজিলপুর ইউনিয়নের গ্রামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি ও পরিবারের উপর নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কাতার প্রবাসী তিন ভাই।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  রাতে দোহা মুনতাজা কুইক সল্যুশনস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় কাতার প্রবাসী তিন ভাই ব্যবসায়ী দিদারুল আলম আরজু, মীর ইব্রাহিম, কামরুজ্জামান সপন তাদের দেশের বাড়িতে ডাকাতির ঘটনা বর্ণনা করেন।

তারা জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৩টায় ফেনী সদর উপজেলা পশ্চিম ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মীর বাড়িতে ডাকাতি হয়। এই সময় ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, ১৫টি মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যায়।

তারা জানান, ওই সময় তাদের বৃদ্ধ পিতা ও ভাতিজার উপর ডাকাতরা হামলা করে।

কাতার প্রবাসী মীর ইব্রাহিমের স্ত্রী গত ২২ অক্টোবর কাতার থেকে ছুটি কাটাতে দেশে আসেন। এই খবরে পূর্বপরিকল্পিতভাবে ডাকাতরা হামলা চালিয়ে সবকিছু নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এমন অবস্থায় প্রবাসী পরিবারটি দেশের পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী কাছে তাদের পরিবারের জানমালের নিরাপত্তা চেয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন