মার্কেন্টাইলের ভাইস চেয়ারম্যানের অর্থপাচার বিষয়ে অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলমসহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে মার্কেন্টাইল ব্যাংকের ঋণ বিতরণে অনিয়ম এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। 

এসব অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক আশরাফুন নাহারের নেতৃত্বে একটি দলকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। দলের অপর সদস্য হলেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

দুদকের অভিযোগে বলা হয়, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আলমের ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাতসহ নামে বেনামে ব্যাংকের শত শত কোটি টাকা ঋণ বিতরণ দেখিয়ে আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন