নারী-পুরুষের ‘পোশাক নির্ধারণ’ করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে বিজ্ঞপ্তি জারি

রাজধানীর জনস্বাস্থ্য ইউনস্টিটিউটে নারী ও পুরুষের জন্য পরনের পোশাক নির্ধারণ করে বিজ্ঞপ্তিতে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলাম ধর্মাবলম্বীদের পুরুষদের টাকনুর ওপরে এবং নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক। পর্দা মেনে চলারও নিদের্শ দেন সরকারি এই কর্মকর্তা।

এ নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হল।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন