দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে নগদ সহায়তা কার্যক্রম উদ্বোধন

বণিক বার্তা প্রতিনিধি, দিনাজপুর

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে আরোপিত লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অতিদরিদ্র পরিবারগুলোকে নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরুরি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম।

সময় গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) বাস্তবায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জরুরি সহায়তা কার্যক্রমে প্রথম পর্যায়ে উপস্থিত ১০ জন উপকারভোগীর প্রত্যেককে হাজার টাকা নগদ-এর মাধ্যমে দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (গোপনীয় শাখা) ইমদাদুল হক শরীফ, গ্রাম বিকাশ কেন্দ্রের উপপ্রধান নির্বাহী আমিনুল ইসলাম, পরিচালক (সামাজিক উন্নয়ন) সারা মারান্ডি, প্রসপারিটি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালাম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন