হিলিতে রবিশস্যের আবাদ বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা সভা

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার স্লোগান সামনে রেখে দিনাজপুরের হিলিতে চলতি ২০২০-২১ অর্থবছরে পুষ্টিচাহিদা মেটাতে গম, ভুট্টা, মাষকলাইসহ রবি ফসলের আবাদ বৃদ্ধিতে করণীয় বিষয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের ১০০ কৃষক অংশ নেন। সভায় বক্তারা ধান চাষের পাশাপাশি দেশের পুষ্টিচাহিদা মেটাতে গম, ভুট্টা, মাষকলাইসহ রবি ফসলের আবাদে কৃষকদের মুনাফাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন এবং ওইসব ফসল আবাদের পরামর্শ প্রদান করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, মৎস্য কর্মকর্তা উম্মে হাবীবা সিদ্দিকা, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, কৃষি কর্মকর্তা শামীমান নাজনীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগমসহ অনেকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন