চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক এফডিআই অর্ধেকে নেমেছে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম ছয় মাসে বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ কমেছে। চলতি বছরে বৈশ্বিক এফডিআই ৪০ শতাংশ কমবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্স।

মঙ্গলবার এক প্রতিবেদনে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড) জানায়, এই প্রথমবারের মতো ইউরোপীয় অর্থনীতিগুলোয় এফডিআই ঋণাত্মক। গত বছর যেখানে ২০ হাজার ২০০ কোটি ডলার এফডিআই এসেছিল, এবার সেখানে ৭০০ কোটি ডলার বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এফডিআই প্রবাহ ৬১ শতাংশ কমে হাজার ১০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

মহামারীর কারণে বহুজাতিক বিনিয়োগকারীরা বিনিয়োগ স্থগিত করার কারণে বৈশ্বিক এফডিআই কমেছে। এক সংবাদ সম্মেলনে আঙ্কটাডের বিনিয়োগ উদ্যোগ শাখার পরিচালক জেমস ঝান বলেন, চলতি বছরের প্রথমার্ধে প্রায় অর্ধেক কমেছে, যা আমাদের বার্ষিক পূর্বাভাসের চেয়ে বেশি। চলতি বছরে বৈশ্বিক এফডিআই ৩০ থেকে ৪০ শতাংশ কমতে পারে। ২০২১ সালে তা প্রশমিত হয়ে থেকে ১০ শতাংশ কমতে পারে।

আঙ্কটাডের প্রতিবেদনে আরো বলা হয়, ৮০ শতাংশ এফডিআই লেনদেনের প্রতিনিধিত্বকারী শিল্পভিত্তিক দেশগুলো মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশগুলোয় এফডিআই এসেছে হাজার ৮০০ কোটি ডলার, যা ১৯৯৪ পরবর্তী সর্বনিম্ন। ২০১৯ সালের প্রধান গ্রহীতা দেশগুলোর মধ্যে ইতালি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল অস্ট্রেলিয়ায় এফডিআই কমেছে সর্বাধিক। তবে ভিন্ন চিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের, যেখানে এফডিআই স্থিতিশীল রয়েছে বলে জানান ঝান। চলতি বছরের প্রথম দিকে কিছুটা কমলেও প্রথম নয় মাসে তাদের এফডিআই বেড়েছে দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন