৪৮৭ কোটি ডলার লোকসানের পূর্বাভাস এএনএর

বণিক বার্তা ডেস্ক

জাপানের বৃহত্তম উড়োজাহাজ সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) গতকাল এক পূর্বাভাসে জানায়, ২০২০-২১ অর্থবছরে ৪৮৭ কোটি ডলার লোকসানের আশঙ্কা করছে তারা। মহামারীতে বৈশ্বিক উড়োজাহাজ সংস্থাগুলোর ওপর বিপর্যয় নেমে আসার পরিপ্রেক্ষিতে অন্যদের মতো এএনএকেও কোম্পানি ঢেলে সাজানোর কাজ শুরু করতে হচ্ছে। খবর এএফপি।

চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) এএনএর নিট লোকসান হয়েছে ১৮ হাজার ৮৪০ কোটি ইয়েন বা ১৮০ কোটি ডলার। গত বছর একই সময়ে হাজার ৬৭০ কোটি ইয়েন মুনাফা করেছিল জাপানের শীর্ষ উড়োজাহাজ সংস্থা।

এক বিবৃতিতে এএনএ জানায়, বৈশ্বিক চলাচলে বিধিনিষেধের কারণে যাত্রী চাহিদায় ব্যাপক পতন হয়েছে। এছাড়া জাপানের অভ্যন্তরেও চলাচলে কঠিন বিধিনিষেধ প্রযোজ্য হচ্ছে। তার ওপরে শঙ্কা বাড়িয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ বৃদ্ধি। জাপানের অর্থবছরের দ্বিতীয়ার্ধে চাহিদা বাড়লেও তা পূর্ববর্তী বছরগুলোর মাত্রায় যাবে না।

এপ্রিল থেকে সেপ্টেম্বরে এএনএর আয় ৭২ শতাংশ কমে ২৯ হাজার ১৮০ কোটি ইয়েনে দাঁড়িয়েছে। ২০২১ সালের মার্চে শেষ হওয়া চলতি অর্থবছরে ৫১ হাজার কোটি ইয়েন বা ৪৮৭ কোটি ডলার রেকর্ড নিট লোকসানের পূর্বাভাস এএনএর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন