মেক্সিকোতে মৃত্যু আনুষ্ঠানিক সংখ্যার চেয়ে ৫০ হাজার বেশি

বণিক বার্তা ডেস্ক

মেক্সিকো সরকার স্বীকার করেছে যে দেশটিতে কভিড-১৯- মৃত্যুসংখ্যা আনুষ্ঠানিক সংখ্যার চেয়ে অনেক বেশি। ধারণা করা হচ্ছে, রোগে মেক্সিকোতে অন্তত লাখ ৩৯ হাজার ১৫৩ মানুষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে।

লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে এখন পর্যন্ত (রোববার রাত পর্যন্ত) আনুষ্ঠানিক মৃত্যুর সংখ্যা ৮৮ হাজার ৯২৪। যা কিনা যুক্তরাষ্ট্র, ব্রাজিল ভারতের পর মৃত্যুর দিক থেকে চতুর্থ সর্বোচ্চ। কিন্তু রোববার রাতে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, কভিড-১৯- মৃত্যুর সংখ্যা সম্ভবত আরো ৫০ হাজার বেশি হবে। মেক্সিকোর ন্যাশনাল সেন্টার ফর প্রিভেন্টিভ প্রোগ্রাম অ্যান্ড ডিজিজ কন্ট্রোলের পরিচালক রুই লোজে রাইদতাউরা বলেন, ঐতিহাসিক গড়ের ভিত্তিতে বছরের শুরু থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত লাখ ২৪ হাজার ৯২০টি মৃত্যু অনুমান করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে রিপোর্ট করা হয়েছে লাখ ১৮ হাজার ৯০টি। যার অর্থ অন্তত লাখ ৯৩ হাজার ১৭০টি অতিরিক্ত মৃত্যু দেখা গেছে। যেখানে কর্তৃপক্ষের ধারণা হচ্ছে, অন্তত লাখ ৪০ হাজার কিংবা ৭২ শতাংশ মৃত্যুর জন্য করোনাভাইরাসকে দায়ী করা যেতে পারে।

দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন