মুসলিম বিশ্বে অবস্থানরত ফরাসিদের সতর্কতা অবলম্বনের নির্দেশ

বণিক বার্তা ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ বাড়ছে। অবস্থায় সেসব দেশে বসবাসরত অথবা ভ্রমণরত ফরাসি নাগরিকদের অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা অবলম্বন করতে বলেছে ফ্রান্স সরকার। খবর রয়টার্স।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল নিরাপত্তা নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক মৌরিতানিয়ায় বসবাসরত ফরাসি নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়া হচ্ছে। যেকোনো বিক্ষোভ জনসমাগত থেকেও দূরে থাকতে বলা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনায়।

এদিকে তুরস্কে বসবাসরত ফরাসি নাগরিকদের একই ধরনের সতর্কতা অবলম্বন করতে বলেছে দেশটিতে অবস্থিত ফরাসি দূতাবাস।

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিভিন্ন দেশের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ব্যঙ্গচিত্রগুলোর প্রদর্শনকে সমর্থন জানানোর কারণে তার কড়া সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এদিকে সৌদি আরব ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানালেও ফরাসি পণ্য বর্জনের কোনো ঘোষণা তারা দেয়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন