টাইফুনের শঙ্কায় অর্ধমিলিয়ন বাসিন্দাকে সরিয়ে নিল ভিয়েতনাম

বণিক বার্তা ডেস্ক

ভয়াবহ একটি টাইফুনের আশঙ্কায় ভিয়েতনামের মধ্যাঞ্চল থেকে প্রায় অর্ধমিলিয়ন বাসিন্দাকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার তথ্য নিশ্চিত করেছে ভিয়েতনাম সরকার। খবর রয়টার্স।

দক্ষিণ চীন সাগর হয়ে আসা টাইফুন মোলাভের আঘাত হানার শঙ্কায় শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্কুল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘণ্টায় ১৬৫ কিলোমিটারের বাতাসের গতিবেগ নিয়ে বুধবার সকালে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এতে ভূমিধসসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন তারা।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে চলতি মাসে আঘাত হানা চতুর্থ ঝড় হতে যাচ্ছে টাইফুন মোলাভে। গত কয়েক সপ্তাহে পুরনো ঝড়গুলোতে সৃষ্ট বন্যা ভূমিধসে ভিয়েতনামের মধ্যাঞ্চলে ১৩০ জন নিহত হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে অনেকে।

দুর্যোগ নিয়ন্ত্রণ সংস্থার বরাতে ভিয়েতনামের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে লাখ ৭২ হাজার বাসিন্দাকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন