হাস্কি এনার্জি অধিগ্রহণ

কানাডার তৃতীয় বৃহত্তম জ্বালানি কোম্পানি হচ্ছে সেনোভাস

বণিক বার্তা ডেস্ক

প্রতিদ্বন্দ্বী কোম্পানি হাস্কি এনার্জি ইনকরপোরেশনের বৃহদংশ শেয়ার কিনতে সম্মত হয়েছে কানাডার সেনোভাস এনার্জি ইনকরপোরেশন। চুক্তির অর্থমূল্য ২৯০ কোটি মার্কিন ডলার (৩৮০ কোটি কানাডিয়ান ডলার) এর মধ্য দিয়ে কানাডার তৃতীয় বৃহত্তম জ্বালানি কোম্পানিতে রূপ নেবে সেনোভাস এনার্জি। তবে কানাডিয়ান ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড সানকোর এনার্জি লিমিটেড শীর্ষ দুটি জায়গা ধরে রাখবে। খবর রয়টার্স ব্লুমবার্গ।

করোনাভাইরাস মহামারীতে ব্যবসায় মন্দা ভাব বিরাজ করায় বিশ্বব্যাপী অনেক কোম্পানি এখন একীভূত হচ্ছে। যার সর্বশেষ নজির সেনোভাস হাস্কি। জ্বালানি খাতে সম্প্রতি বড় কিছু টেকওভার চুক্তি হয়েছে, তারই ধারাবাহিকতায় রোববার হাস্কিকে একীভূত করার ঘোষণা দিল সেনোভাস। যুক্তরাষ্ট্রের কোম্পানি কনোকোফিলিপসকে ৯৭০ কোটি ডলারে কিনেছে কনচো রিসোর্স ইনকরপোরেশন এবং ৪২০ কোটি ডলারে নোবেল এনার্জিকে কিনেছে শেভরন।

করোনাভাইরাস মহামারীতে লকডাউনের কারণে জ্বালানি তেলের চাহিদায় পতন ঘটেছে। ফলে কানাডার কোম্পানিগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বাধ্য হয়েই তাই বিশ্বের চতুর্থ বৃহৎ তেল উত্তোলনকারী দেশ কানাডার কোম্পানিগুলোকে খরচ কমাতে হচ্ছে।

এআরজি এনার্জি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জ্যাকি ফরেস্ট বললেন, একীভূত হওয়ায় কানাডিয়ান শিল্পের ওপর চাপ কমবে এবং ব্যয়ও অনেক কমতে থাকবে। তিনি যোগ করেন, চুক্তি তো সবে শুরু হলো!

চুক্তির মধ্য দিয়ে কানাডা যুক্তরাষ্ট্র উভয় দেশের পরিশোধনের মালিক হবে সেনোভাস। সঙ্গে আরো দুটি আমেরিকান পরিশোধনাগারের অর্ধেক অংশের মালিক তারা। 

বালির নিচ থেকে জ্বালানি তেল (অয়েল স্যান্ড) উত্তোলনবিরোধী আন্দোলনে সমর্থন দেয় কানাডার ক্যালগারিভিত্তিক জ্বালানি কোম্পানি সেনোভাস। এবার তাদের সমর্থন আরো জোরালো হবে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জিতে গেলে আন্দোলন আরো চাঙ্গা হবে বলে ধারণা করছেন সবাই।

গত রোববারের চুক্তি স্বাক্ষরে সম্মত হওয়ার ব্যাপারে ঘোষণা দেয় সেনোভাস। হাস্কির নিয়ন্ত্রণ করছিলেন হংকংয়ের বিলিয়নেয়ার লি কা-শিং। ঘোষণা অনুযায়ী চুক্তি স্বাক্ষরিত হলে একীভূত কোম্পানিতে সেনোভাসের শেয়ার হবে ৬১ শতাংশ। বাকিটা লি তার সিকে হাচিসন হোল্ডিংস লিমিটেডের দখলে থাকবে। বর্তমানে হাস্কিতে ৪০ দশমিক শতাংশ শেয়ার হাচিসনের। তেল গ্যাস খাতে এন্টারপ্রাইজ মূল্যের দিক বিবেচনায় গত চার বছরের মধ্যে এটাই কানাডার সবচেয়ে বড় চুক্তি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন