উইয়ের উদ্যোক্তা সম্মেলন

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নীতিসহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড -কমার্স ফোরামের (উই) আয়োজনে গতকাল দুপুরে দুই দিনব্যাপী অনলাইনে উইমেন -কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ সামিটের প্রথম দিনের সেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তার আহ্বান জানানো হয়েছে।

উই আয়োজিত ভার্চুয়াল উদ্যোক্তা সম্মেলনের প্রধান উদ্দেশ্য হলো, দেশ-বিদেশের গুণীজনদেরকে উদ্যোক্তাদের সামনে হাজির করা। এর মাধ্যমে দেশীয় পণ্যের এক বড় প্রচারণার চেষ্টা করছেন এক মিলিয়ন গ্রুপ সদস্যের ফেসবুকভিত্তিক সংগঠনটি। গতকাল দুপুরে সম্মেলনের প্রথম দিনের সেশন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উদ্বোধনী আয়োজনে সম্মানীত বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ভার্চুয়ালি যুক্ত হন।

সময় উই সভাপতি নাসিমা আক্তার নিশা, এসবি টেক ভেঞ্চারসের সিইও সোনিয়া বশির কবির, উইমেন -কমার্স এন্ট্রাপ্রেনিউরশিপ সামিটের সহ-আয়োজক বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু, সিল্কক গ্লোবালের সিইও সৌম্য বসু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীদের ধরনের কাজ আমার কাছে সত্যিই খুবই প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনে উইমেন অ্যান্ড -কমার্স ফোরাম যেভাবে কাজ করছে, সেটা সত্যিই আমাদের জন্য গর্বের ব্যাপার।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, উইয়ের সব কাজে আমি সব সময় খেয়াল করি, সমর্থন করি। এই সামিট আমাদের নারী ক্ষমতায়নের আরেকটি মাইলফলক।

ভারতীয় নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ভারত অকৃত্রিম বন্ধু। নারী উদ্যোক্তাদের মহা আয়োজনে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারায় আমি আনন্দিত।

সাঈদা মুনা তাসনিম বলেন, আমার দেশের নারীদের সংগঠন কাজের মাধ্যমে আজকে যে অবস্থানে এসে দাঁড়িয়েছে। এটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো ভালো কাজের সুযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন