পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু মিসরে

বণিক বার্তা ডেস্ক

মিসরে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ গতকাল শুরু হয়েছে। আজো ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সমর্থকরা প্রাধান্য বিস্তার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

কয়েকটি ধাপে মিসরের পার্লামেন্ট নির্বাচন হচ্ছে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে গতকাল আজ। দ্বিতীয় ধাপে ভোট নেয়া হবে নভেম্বর। আর চূড়ান্ত ভোটগ্রহণ চলবে নভেম্বরের শেষ ডিসেম্বরের শুরুতে।

এবার নতুন ইলেক্টোরাল আইনের অধীনে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে মিসরে। আইনের অধীনে মোট ৫৬৮টি আসনের মধ্যে ৫০ শতাংশ আসন আগে থেকেই বাছাইকৃতদের জন্য বরাদ্দ রাখা হবে। এর মাধ্যমে সিসির সমর্থকরা বিশেষ সুবিধা পাবেন বলে সমালোচকরা জানিয়েছেন। বাকি ৫০ শতাংশ আসনের জন্য প্রার্থীরা লড়বেন। প্রেসিডেন্ট সিসি সর্বোচ্চ ২৮ জন আইনপ্রণেতাকে সরাসরি নিয়োগ দিতে পারবেন।

২০১৩ সালের অভ্যুত্থানে মুসলিম ব্রাদারহুডের মুহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফাত্তাহ আল-সিসি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন