আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৯ বেসামরিক ব্যক্তি নিহত

বণিক বার্তা ডেস্ক

রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে আফগানিস্তানে অন্তত নয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার কাবুলের পূর্বাঞ্চলে ওই বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাস বিদীর্ণ হয়ে যায়। হামলার জন্য তালেবানকে দায়ী করছেন আফগান সরকারি কর্মকর্তারা। খবর এএফপি।

কাবুল থেকে পূর্বাঞ্চলীয় শহর গজনীতে যাওয়ার সময় সকাল সাড়ে ১০টায় বোমা বিস্ফোরণের কবলে পড়ে যাত্রীবাহী বাসটি। গজনীর গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিস্ফোরণে তিন নারীসহ নয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানায় গজনী পুলিশের মুখপাত্র আদম খান সিরাত। হামলার জন্য তালেবানকে দায়ী করেন তিনি।

দুই দশক ধরে চলা যুদ্ধ থামাতে কাতারের মধ্যস্থতায় আফগান সরকার তালেবানের মধ্যে শান্তি আলোচনা চললেও সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। গত মাসে শান্তি আলোচনায় যোগ দিলেও সাম্প্রতিক দিনগুলোতে হামলা জোরদার করেছে তালেবান, যেন দরকষাকষিতে শক্ত অবস্থান নিতে পারে তারা।

আফগানিস্তানে শীর্ষ মার্কিন দূত জালমে খলিলজাদ বলেন, ধরনের সহিংসতার ঘটনা শান্তি প্রক্রিয়াকে হুমকিতে ফেলবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন