পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা সংক্রমণ হ্রাস করবে ২৪ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অব এডিনবার্গের গবেষকরা। বিশ্বের ১৩১টি দেশে গবেষণা পরিচালিত হয়েছে। দ্য ল্যানসেটে প্রকাশিত পিয়ার রিভিউডে গবেষণাপত্রে বলা হয়েছে, পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা এক মাসের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস করবে ২৪ শতাংশ।

গবেষকরা লকডাউনের বিভিন্ন পদক্ষেপের ফল আলাদাভাবে এবং কয়েকটি পদক্ষেপের ফল একত্রে পর্যবেক্ষণ করেছেন। আবার পূর্ণ লকডাউনকেও আমলে নেয়া হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে আর-এর মান কীভাবে পরিবর্তিত হয় গবেষকরা সেটি বিবেচনায় নিয়েছেন।  ১০ জনের বেশি মানুষের সমাবেশ এবং যেকোনো পাবলিক ইভেন্ট, স্কুল, অফিস বন্ধ রাখা এবং বাসায় থাকার নির্দেশনাকে বিবেচনায় নিয়েছে।

গবেষকরা বলছেন, লকডাউনের বিভিন্ন পদক্ষেপের মধ্যে শুধু পাবলিক ইভেন্ট বন্ধ করাই সংক্রমণ হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখে। অন্যদিকে স্কুল, অফিস বন্ধ রাখা, ঘরে থাকার মতো বিষয়গুলো একসঙ্গে প্রয়োগ করতে পারলে কিছু ফলাফল দেয় নতুবা এককভাবে সেগুলো যথেষ্ট কার্যকর নয়।

ইউনিভার্সিটি অব এডিনবার্গের গবেষকরা মনে করেন পাবলিক ইভেন্ট বন্ধ করা গেলে সুপার স্প্রেডার ইভেন্টগুলো আর ঘটবে না। গবেষণাটি এমন এক সময়ে সামনে এল যখন যুক্তরাজ্য ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন মাত্রায় লকডাউন আরোপ করেছে। 

দ্য প্রিন্ট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন