বিশ্বমানের ভিডিও কনফারেন্স প্লাটফর্ম আনছে সিনেসিস আইটি

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে কাজের ক্ষেত্রে অনলাইনে মিটিং প্রয়োজনীয় কাজের জন্য বিভিন্ন প্লাটফর্মের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ব্যবহার ভবিষ্যতেও বাড়বে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন। প্রয়োজনীয়তা উপলব্ধি করে দেশীয় প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি বিশ্বমানের একটি ভিডিও কনফারেন্স প্লাটফর্ম নিয়ে আসতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির আরএনডি শাখা ইতোমধ্যে তাদের লক্ষ্যমাত্রা অর্জনের সন্নিকটে রয়েছে।

ওপেন সোর্স প্লাটফর্মের পাশাপাশি বর্তমানে জুম, গোটুমিটিং, ব্লুজিন্সের মতো প্লাটফর্ম রয়েছে, যা সারা বিশ্বে বহুল ব্যবহূত হচ্ছে। এগুলো থাকার পরও ভিডিও কনফারেন্স প্লাটফর্ম নিয়ে কাজ করার কারণ ব্যাখ্যা করে সিনেসিস আইটির গ্রুপ সিইও রূপায়ণ চৌধুরী বলেন, আমাদের প্লাটফর্মে মৌলিক এমন কিছু থাকবে, যা ব্যবহারকারীদের অন্য রকম অভিজ্ঞতা দেবে। আমরা কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে কাজ শুরু করি। সেগুলো হচ্ছে, একটা ভিডিও মিটিংয়ে হাজার ২০০ মতো অংশগ্রহণকারী থাকবে, অডিও বা সাউন্ড কোয়ালিটি হবে অসম্ভব উচ্চমানের। ব্যবহারকারীরা তাদের পিসি থেকে খুবই কম ব্যান্ডউইডথে অনায়াসে এইচডি কোয়ালিটির ওয়েব মিটিং করতে পারবেন, যা কিনা ব্যবহারকারীদের জন্য অনেক সাশ্রয়ী হবে। এছাড়া ধরনের প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইনফরমেশন এবং সাইবার সিকিউরিটি। আমরা সিস্টেমের প্রতিটি জায়গায় সিনেসিস আইটির নিজস্ব এবং উচ্চ শক্তিশালী সিকিউরিটি সিস্টেম ব্যবহার করছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন