মুম্বাইয়ে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বণিক বার্তা ডেস্ক

ভারতের মুম্বাইয়ে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে। দমকল বাহিনীর অন্তত ২৪টি ফায়ার ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাংকার প্রায় ২৫০ দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা করলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি। খবর এনডিটিভি হিন্দুস্তান টাইমস।

আগুন লাগার পর ওই শপিং কমপ্লেক্স-সংলগ্ন একটি বহুতল ভবন থেকে প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে আগুন নেভানোর প্রচেষ্টার সময় দুজন দমকল কর্মী আহত হয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আগুন লাগার পর পরই শপিং মল-সংলগ্ন একটি ৫৫ তলাবিশিষ্ট ভবনের বাসিন্দাদের কাছাকাছি একটি মাঠে সরিয়ে নেয়া হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পদক্ষেপ নেয়া হয়েছে।

অগ্নিকাণ্ড শুরুর সময় এর মাত্রা কম থাকলেও এক পর্যায়ে এটি পঞ্চম মাত্রার অগ্নিকাণ্ডের আকার ধারণ করে। অবস্থায় অন্যান্য বাহিনীও আগুন নেভানো উদ্ধার কার্যক্রমে দমকল বাহিনীকে সহযোগিতা শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন