ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফিচার প্রতিবেদক

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি। মহামারীর দূর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আয়োজনটি আজ আগামীকাল অনলাইনে অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ রাত ৯টায় একটি আলোচনার আয়োজন করা হয়েছে। আলোচনার বিষয় বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার চলচ্চিত্র শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী, বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী হাশেম সূফী, চলচ্চিত্র সমালোচক লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র সমালোচক লেখক শৈবাল চৌধুরী এবং স্মরণ আয়োজনটি সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা লেখক বেলায়াত হোসেন মামুন।

আগামীকাল দ্বিতীয় দিনের আয়োজনে রাত ৯টায় থাকবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের বাৎসরিক বক্তৃতার আয়োজন। গত শতাব্দীর আশির দশক থেকে সংগঠনটি উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের স্মরণে স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে। বছর হীরালাল সেন স্মারক বক্তৃতা প্রদান করবেন দেশের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক লেখক মাহমুদুল হোসেন। বক্তৃতার বিষয়: চলচ্চিত্রের নতুন ল্যান্ডস্কেপ প্রসঙ্গে স্মারক বক্তৃতার আয়োজনটি সঞ্চালনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা লেখক বেলায়াত হোসেন মামুন।

আয়োজন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৪ অক্টোবর ঢাকায় বাংলাদেশে ক্রিয়াশীল সব চলচ্চিত্র সংসদগুলোর সমন্বয়ক সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) গঠিত হয়। এফএফএসবির প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি নির্বাচিত হন চলচ্চিত্রকার আলমগীর কবির। প্রতিষ্ঠার পর থেকে ৪৬ বছর ধরে এফএফএসবি বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্ব দান করে আসছেন। এফএফএসবি বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতিচর্চা দেশের চলচ্চিত্র অনুরাগীদের সঙ্গে বিশ্বের স্বাধীন সৃষ্টিশীল চলচ্চিত্রের মেলবন্ধন করানোর প্রয়াস জারি রেখেছে। বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার বিস্তার, চলচ্চিত্র-সাহিত্য পাঠ চর্চায় এফএফএসবি অগ্রসর ভূমিকা পালন করে আসছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন