হাঙ্গার গেমসের ‘স্যালুট’ এখন থাই প্রতিবাদকারীদের প্রতীক

ফিচার ডেস্ক

হাঙ্গার গেমসের আইকনিক তিন আঙুলের স্যালুট বই আর সিনো থেকে এখন থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতীকে পরিণত হয়েছে। হাঙ্গার গেমস উপন্যাস কিংবা চলচ্চিত্রে দেখা যায় তিন আঙুলের নীরব এক স্যালুট রীতি। বিশেষ স্যালুট এখন বাস্তব দুনিয়ার প্রতীকে পরিণত হয়েছে। থাই আন্দোলনকারীরা গ্রহণ করেছেন স্যালুট, এটা এখন তাদের আন্দোলনের বিশেষ চিহ্ন।

থাইল্যান্ডে সরকারের দুর্নীতি রাজতন্ত্রের সংস্কারের দাবিতে আন্দোলন চলছে প্রায় নয় মাস। সম্প্রতি বিক্ষোভের একটি বিশেষ ঘটনা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টি কেড়েছেহাজার হাজার মাস্ক পরা বিক্ষোভকারী তাদের প্রতিবাদ সমাবেশে তিন আঙুলের নীরব স্যালুট প্রদর্শন করছেন।

প্রতিবাদে স্যালুট প্রথম থাইল্যান্ডেই দেখা গিয়েছিল, সেটা ২০১৪ সালে। সে সময় অনেক চেষ্টা করেও স্যালুট থামানো যায়নি। ২০২০ সালে এসে বিশেষ স্যালুট আরো বিস্তৃতভাবে ব্যবহূত হতে শুরু করেছে, সঙ্গে বেড়েছে এর প্রতীকি গুরুত্ব। তিন আঙুল এখন আন্দোলনকারীদের তিন দাবিকে উপস্থাপন করছেসংসদ ভেঙে দেয়া, জনগণের ওপর হুমকি-ধামকি বন্ধ করা নতুন সংবিধান রচনা করা।

এশিয়ার আরো কয়েকটি দেশে হাঙ্গার গেমসের স্যালুট ব্যবহারের নিদর্শন রয়েছে। বিশেষত তরুণদের প্রতিবাদে। গত বছর গণতন্ত্রের দাবিতে হংকংয়ে হওয়া আন্দোলনে ছাত্র বিক্ষোভকারীরা স্যালুট ব্যবহার করেছেন।

সুজান কলিনসের উপন্যাস হাঙ্গার গেমস এবং এর কাহিনী নিয়ে লায়নসগেট ফিল্মসের চার পর্বের ফ্র্যাঞ্চাইজিতে তিন আঙুলের স্যালুট দেখা যায় মর্যাদা, প্রশংসা বিদায় জানানোর রীতি হিসেবে। মূল কাহিনীতে দেখা যায় প্রধান চরিত্র ক্যাটনিজ এভারডিনের জন্মস্থানের জনগণ রীতিতে স্যালুট দেখায়। একসময় যখন এভারডিন তার সমর্থকরা লড়াইয়ে জিততে থাকেন, তখন স্যালুট হয়ে ওঠে ডিস্ট্রিক্ট ওয়ানের নিপীড়ক শাসকদের বিরুদ্ধে তাদের অবাধ্যতা সংহতির প্রতীক।

 

সূত্র: হলিউড রিপোর্টার

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন