চীনে রেকর্ড পরিমাণ অ্যালুমিনিয়াম উত্তোলন

বণিক বার্তা ডেস্ক

অ্যালুমিনিয়ামের শীর্ষ উত্তোলক ভোক্তা দেশ চীন। চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত দেশটিতে ব্যবহারিক ধাতুটির উত্তোলন আগের বছরের তুলনায় বেশি ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে মার্চে দেশটিতে উত্তোলন কিছুটা নিম্নমুখী হওয়া শুরু করে। তবে সেপ্টেম্বরে দেশটি আবারো উত্তোলনে দ্রুত প্রবৃদ্ধির ধারায় ফিরতে শুরু করেছে। সেপ্টেম্বরে দেশটি দৈনিক রেকর্ড পরিমাণ অ্যালুমিনিয়াম উত্তোলন করতে সক্ষম হয়েছে। খবর রয়টার্স।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য বলছে, গত সেপ্টেম্বরে বৈশ্বিক শীর্ষ উত্তোলক দেশটিতে ৩১ লাখ ৬০ হাজার টন প্রাথমিক অ্যালুমিনিয়াম উত্তোলন করা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা দশমিক শতাংশ বেশি। সময়ে দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে লাখ হাজার ৩৩৩ টন, যা -যাবত্কালের মধ্যে রেকর্ড।

গত মাসে চীনে অ্যালুমিনিয়াম উত্তোলন বাড়লেও আগের মাসের তুলনায় কিছুটা কম। মাসে ৩১ লাখ ৭১ হাজার টন অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছিল। যেহেতু আগস্টে সেপ্টেম্বরের তুলনায় একদিন বেশি, কারণে দিন হিসাবে গত মাসে রেকর্ড পরিমাণে অ্যালুমিনিয়াম উত্তোলন করা হয়েছে। মূলত ব্যবহারিক ধাতুটির প্রক্রিয়াকরণে নতুন নতুন প্রতিষ্ঠান চালু হওয়ায় চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্তোলন বাড়ানো হয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

করোনা মহামারীর কারণে গত মার্চ থেকে অ্যালুমিনিয়ামের চাহিদায় বেশ ভাটা পড়ে। ফলে সময় ব্যবহারিক ধাতুটির দাম চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসে। এর পর থেকেই পণ্যটির বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ রয়েছে। তবে চলতি সপ্তাহেই দাম একবার রেকর্ড ছুঁয়েছে।

অন্যদিকে ন্যাশনাল ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) চীনে সব মিলিয়ে কোটি ৭৪ লাখ ৫০ হাজার টন অ্যালুমিনিয়াম উত্তোলন করা হয়েছে, বার্ষিক হিসাবে যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেশি।

এদিকে প্রথম প্রান্তিকে সম্মিলিত উত্তোলন বাড়লেও মাসভিত্তিক হিসাবে মার্চে চীনের খনিগুলো থেকে ব্যবহারিক ধাতুটির দৈনিক উত্তোলনে মন্দা ভাব দেখা গেছে। গত মার্চে চীনে প্রতিদিন গড়ে ৯৫ হাজার ৮০০ টন অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছে, যা আগের দুই মাসের গড়ের তুলনায় বেশ কম ছিল। এমনকি ২০১৯ সালের অক্টোবরের পর গত মার্চে চীনে অ্যালুমিনিয়ামের দৈনিক গড় উত্তোলন সবচেয়ে কম ছিল, যা পরের মাসগুলোতেও কিছুটা অব্যাহত ছিল। অবস্থায় দেশটি সম্প্রতি অ্যালুমিনিয়াম উত্তোলনে জোর দিচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান আন্তাইকা বলছে, অ্যালুমিনিয়ামের উত্তোলন বাড়াতে গত মাসেই চীন বছরে লাখ ৭৫ হাজার টন উত্তোলন সক্ষম নতুন একটি প্রকল্প চালু করেছে। এছাড়া আরো লাখ ৬০ হাজার টন উত্তোলন সক্ষম প্রকল্প পুনরায় চালু করতে যাচ্ছে দেশটি। ফলে আগামী বছর যে দেশটি রেকর্ড পরিমাণ অ্যালুমিনিয়াম উত্তোলন করতে যাচ্ছে সেটি সহজেই অনুমেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন