আইপিও অনুমোদনের শেষ ধাপ পেরোল অ্যান্ট

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির পথে সর্বশেষ বাধাটি পেরোল অ্যান্ট গ্রুপ। চীনের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সাংহাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিষয়ে অ্যান্টকে সবুজ সংকেত দিয়েছে তারা। ২৭ অক্টোবর আইপিও শেয়ারের দর ঘোষণার কথা রয়েছে অ্যান্টের। খবর সিএনএন।

ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি অ্যান্ট গ্রুপ চীনের আলিবাবা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। একই সঙ্গে সাংহাই হংকংয়ের স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। উভয় শেয়ারবাজারে প্রায় ১৬৭ কোটি শেয়ার বিক্রি করবে তারা।

বিশ্বের সবচেয়ে বড় আইপিও হতে যাচ্ছে অ্যান্ট গ্রুপের আইপিও। এর মাধ্যমে পুঁজিবাজার থেকে হাজার ৫০০ কোটি ডলারের মূলধন সংগ্রহের পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আইপিওর রেকর্ড রয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর দখলে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে হাজার ৯০০ কোটি ডলার সংগ্রহ করেছিল তারা।

এদিকে সম্প্রতি অ্যান্ট গ্রুপ জানায়, তুমুল চাহিদার কারণে তারা কোম্পানির আইপিও ভ্যালুয়েশন অন্তত ২৮ হাজার কোটি ডলারে উন্নীত করার পরিকল্পনা করছে, যা আগের চেয়ে অন্তত ১২ শতাংশ বেশি। বিনিয়োগকারীদের সঙ্গে প্রাথমিক আলোচনার পর কোম্পানিটি তাদের বাজারমূল্য ২৫ হাজার কোটি ডলার নির্ধারণ করেছিল।

অ্যান্ট গ্রুপের ওপর আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। তবে আইপিও শেষ হলে তার হাতে অ্যান্টের কতগুলো শেয়ার থাকবে, তা এখনো পরিষ্কার নয়। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে দাখিলকৃত নথিতে অ্যান্ট জানিয়েছে, তাদের কোম্পানির ৩৩ শতাংশ পর্যন্ত ইকুইটি শেয়ারধারণের সুযোগ রয়েছে আলিবাবার।

মজার বিষয় হলো, পুঁজিবাজারে আলিবাবার যাত্রা হয়েছিল যুক্তরাষ্ট্রে। ২০১৪ সালে সে সময়ের রেকর্ড আইপিওর মাধ্যমে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল আলিবাবা। কিন্তু অ্যান্টের তালিকাভুক্তি ওয়াল স্ট্রিটের কোনো এক্সচেঞ্জে হচ্ছে না। এর প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার চলমান দ্বন্দ্ব।

মার্কিন বিনিয়োগকারীদের অ্যান্ট গ্রুপের শেয়ারে বিনিয়োগ প্রতিহত করতে সম্প্রতি কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসন চায় না, চীনের কোনো কোম্পানির সঙ্গে তাদের বিনিয়োগকারীদের সংশ্লিষ্টতা থাকুক।

সিঙ্গাপুরের সার্বভৌম সম্পদ তহবিল জিআইসি অ্যান্টের আইপিওতে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। এছাড়া তেমাসেক হোল্ডিংস ন্যাশনাল কাউন্সিল ফর সোস্যাল সিকিউরিটি ফান্ডও কোম্পানিটির আইপিও শেয়ারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন