ভারতের দুই রাজ্যে বিনা মূল্যে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে সেটা সব নাগরিকদের বিনা মূল্যে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতের দুই রাজ্য। দক্ষিণ ভারতের তামিলনাড়ু পূর্ব ভারতের বিহার রাজ্যের বাসিন্দাদের জন্য এমন প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিসামি বলেন, বিশ্বকে হুমকির মুখে ফেলা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে তামিলনাড়ু সরকার সর্বদা জনগণকে রক্ষা করবে। কোনো একটি ভ্যাকসিন অনুমোদিত হলে সেটা রাজ্যের সব মানুষকে বিনা মূল্যে দেয়া হবে। তামিলনাড়ুর প্রতিটি একক ব্যক্তির জীবন রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ।

এর আগের দিন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির ইশতেহার ঘোষণা দেয়ার সময় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও একই প্রতিশ্রুতি দিয়েছেন। ১৮ অক্টোবর বিহারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিহারের রাজধানী পাটনায় এক সংবাদ সম্মেলনে সীতারমণ বলেন, বর্তমানে সারা দেশে কভিড-১৯ ভ্যাকসিনের বিভিন্ন ধাপের ট্রায়াল চলছে। তারা কেউ বৈজ্ঞানিক ছাড়পত্র পাওয়ার পর উৎপাদন শুরু করবে। আর ভারতে ব্যাপক আকারে উৎপাদন শুরু হলে বিহারের মানুষদের বিনা মূল্যে ভ্যাকসিন দেয়া হবে। ইশতেহারে উল্লিখিত এটাই আমাদের শীর্ষ প্রতিশ্রুতি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে ৭৭ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে লাখ ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তামিলনাড়ু রাজ্যে সাত লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত এবং ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে বিহারে দুই লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত এবং এক হাজারের কিছু বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন