কাদামাটি ও বাঁশের তৈরি আনন্দালয়

দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রাম। এখানেই গড়ে তোলা হয়েছে বাঁশ কাদামাটির নান্দনিক স্থাপত্যশৈলীর নিদর্শন আনন্দালয় জার্মান স্থপতি আনা হেরিঙ্গারের অনবদ্য সৃষ্টি আনন্দালয় এবার জিতে নিল ডেনমার্কের মর্যাদাপূর্ণ ওবেল পুরস্কার। দীপশিখা নামে একটি এনজিওর পরিচালনায় এখানে একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্র স্থানীয় নারীদের প্রশিক্ষণকেন্দ্র চালু রয়েছে। দুইতলা ভবনটির নিচতলায় রয়েছে প্রতিবন্ধীদের থেরাপি সেন্টার, যেখানে তাদের শিক্ষা, ব্যায়াম বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। দোতলায় স্থানীয় নারীদের জন্য স্থাপন করা হয়েছে বস্ত্র বুনন কর্মশালা।

দুটি তলাকে যুক্ত করা বিশালকায় ঘোরানো সিঁড়ির নিচেই রয়েছে গুহাসদৃশ সুরক্ষিত জায়গা, যেখানে শিশুদের নির্জন নির্মল চিত্তবিনোদনের ব্যবস্থা করা হয়েছে   

  

ছবি: সংগৃহীত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন