সোনালী পেপারের ১৫% লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে ফিরেই সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৯-২০ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। আজ বৃহস্পতিবার কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৭ টাকা ৮৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

সোনালি পেপার ১৯৭৭ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ইউনুস গ্রুপ ২০০৬ সালে কোম্পানিটি অধিগ্রহণ করে। কোম্পানিটি প্রিন্টিং পেপারসহ বিভিন্ন ধরনের কাগজ উত্পাদন করে। এর বার্ষিক উত্পাদন সক্ষমতা ৩৫ হাজার টন। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন