‘রাজার চিঠি’র ৩৪তম মঞ্চায়ন

ফিচার প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে মঞ্চ নাটক স্লোগানে আবারো জমে উঠছে নাট্যাঙ্গন, জমে উঠছে মঞ্চ। করোনার ভয়কে পেছনে ফেলে জেগে ওঠার চেষ্টা করছেন থিয়েটার কর্মীরা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে মঞ্চস্থ হবে জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা রাজার চিঠি নাটকটির ৩৪তম মঞ্চায়ন হতে চলেছে এটি।

১৯৩৯ সালে শাহজাদপুরের হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চিঠি রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ঠাকুরদা চরিত্রের মতো হয়ে ওঠে। কাহিনী নিয়েই রাজার চিঠি নাটকটি লেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শাহজাদপুরের কাহিনী নিয়ে নাটকটি রচনা করেন মাহফুজা হিলালী আর নির্দেশনা প্রদান করেন দেবাশীষ ঘোষ। নাটকটির মূল চরিত্র হরিদাস বসাকের ভূমিকায় অভিনয় করবেন স্মরণ সাহা। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শাহানা জাহান সিদ্দিকা, মো. বাহারুল ইসলাম, শাহানাজ শারমিন খান সীমু, ইয়াসিন শামিম, মো. রফিকুল ইসলাম, সজীব ঘোষ, পল্লব সরকার, মো. আকাশ মিয়া, সুুমী আক্তার মীম, শ্রাবণ সূএধর, সাবেকুন নাহার মুন মো. ইমন হোসেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন অনিকেত পাল বাবু, সংগীতে রামিজ রাজু, আলোক নিয়ন্ত্রণ ঠাণ্ডু রায়হান, পোশাক ডিজাইন এনাম তারা সাকীর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন