শাওন-চঞ্চলের কণ্ঠে ‘সর্বত মঙ্গল রাধে’

ফিচার প্রতিবেদক

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই/ বৃন্দাবনের বংশিধারী ঠাকুরও কানাই/ একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়/ পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়গানের কথাগুলো সবার পরিচিত। এটি জনপ্রিয় সংগীত সর্বত মঙ্গল রাধে গানের কয়েকটি লাইন। সম্প্রতি নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। আর এতে কণ্ঠ দিয়েছেন অভিনয়শিল্পী সংগীতশিল্পী দুই পরিচয়ে পরিচিত মেহের আফরোজ শাওন চঞ্চল চৌধুরী। ২০ অক্টোবর গানটি ইউটিউবে প্রকাশ পায়। এরই মধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বাংলাদেশের মাটি মানুষের গান নিয়ে আয়োজন করেছে একটি ভিন্নমাত্রার সংগীতায়োজন আইপিডিসি আমাদের গান নামে অনুষ্ঠানের। আয়োজনের অন্যতম উদ্দেশ্য দেশের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা। ধারাবাহিকতায় আয়োজনের তৃতীয় পরিবেশনা যুবতি রাধা আর কৃষ্ণের প্রথম দর্শনের অনুভূতি নিয়ে রচিত গান সর্বত মঙ্গল রাধে গানে কণ্ঠ দিয়েছেন শাওন-চঞ্চল। গানটি প্রকাশের পর মুগ্ধতা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। আর এতে কণ্ঠ দেয়ার জন্য বেশ প্রশংসিতও হচ্ছেন শাওন-চঞ্চল। তবে গানটি প্রকাশের পর কপিরাইট ইস্যুতে বিতর্ক শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন