মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না, গ্রেড ছাড়া জেএসসির সনদ

বণিক বার্তা অনলাইন

এবছর এইচএসসি পরীক্ষা বাতিলের পর স্কুলের বার্ষিক পরীক্ষাও না নেয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিবর্তে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ‘অর্জিত শিখন ফল মূল্যায়নের’ মাধ্যমে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করানো হবে। চলতি শিক্ষাবর্ষে ৩০ দিনে শেষ করতে পারে এমন একটি সিলেবাস শেষ করতে হবে শিক্ষার্থীদের। একই সঙ্গে অষ্টম শ্রেণি শেষে জেএসসি ও সমমানের পরীক্ষাও নেয়া হবে না। এর পরিবর্তে গ্রেডিং ছাড়া সনদ দেয়ার কথা ভাবছে সরকার। আজ বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনও পরীক্ষা নয়, মূল্যায়ন যেটা করছি তাতেও যেন শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। বার্ষিক পরীক্ষা হচ্ছে না। ৩০ কর্মদিবসের সিলেবাসটি করা হচ্ছে। যারা এগুলো সম্পন্ন করেছে, তাদের রিভিশন হবে। আর যারা পারেনি তারা এটা করে নিতে পারবে।’  

জেএসসি ও সমমানের পরীক্ষার সনদের ব্যাপারে দীপু মনি বলেন, ‘আমরা সনদ দেওয়ার বিষয়টির সিদ্ধান্ত জানিয়ে দেবো। অষ্টম শ্রেণিতে পরীক্ষা দিলে তারা সনদ পেতো। এবার পরীক্ষা দিচ্ছে না বলে সনদ পাবে না তা তো নয়। জেএসসির সনদটি কারও কারও জন্য খুব জরুরি হতে পারে। এবার যেমন সবাই পরবর্তী ক্লাসে যাবে। সে জন্য পরীক্ষা যে অষ্টম শ্রেণি পর্যন্ত শেষ করেছে, কৃতকার্য হয়েছে সেটি উল্লেখ থাকবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন