চট্টগ্রামে ১১ ইউনিয়নে নির্বাচন

লোহাগাড়ায় দুই ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের লোহাগাড়া সদর আমিরাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পৃথক ঘটনায় দুই ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সদর ইউনিয়নের নং ওয়ার্ডেও নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ঘটনা ঘটে।

কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া হচ্ছে, এমন খবর পেয়ে উপজেলার নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী। ওই ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আওয়ামী লীগ প্রার্থী নুরুচ্ছাফার অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িচালক মো. শাহেদ (৩০) গুরুতর আহত হন।

এদিকে আমিরাবাদ ইউনিয়নের নং ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের গাড়ি লক্ষ্য করেও ককটেল হামলা চালানো হয়। হামলায় কেউ হতাহত হয়নি। এছাড়া লোহাগাড়া উপজেলার আমিরাবাদ নং ওয়ার্ডের আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রের চেয়ারম্যান মেম্বার প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ালে ঘটনায় দুজন আহত হয়েছেন। হামলার সময় ভোটগ্রহণ সাময়িক স্থগিত ছিল।

ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন