পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যু

গ্রেফতার কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় টিটু চন্দ্র দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে সিলেট পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এরপর তাকে আদালতে তোলা হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। টিটু বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন। রায়হান হত্যার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ন্যায়বিচারের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর: গতকাল দুপুরে সিলেট নগরের আখালিয়ায় রায়হান আহমদের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন।

সময় তিনি বলেন, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়া বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। আমার বিশ্বাস, আকবর এখনো দেশের বাইরে যায়নি। কারণ সীমান্তগুলোকে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছি। তবে আকবর বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। এর আগে সিলেটের রাজন হত্যার আসামিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন