হিমায়িত খাবারের মোড়কে জীবন্ত করোনাভাইরাস

বণিক বার্তা ডেস্ক

চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ কভিড-১৯-এর সাম্প্রতিক একটি প্রাদুর্ভাবের তদন্ত সাপেক্ষে জানিয়েছে, তারা হিমায়িত খবারের প্যাকেটে জীবন্ত করোনাভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছে। অনুসন্ধানটি বলছে, শীতল সাপ্লাই চেইনেও ভাইরাসের ভালোভাবে টিকে থাকতে ক্ষমতা রয়েছে।

শনিবার চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, পূর্ব উপকূলীয় শহর কিংডাওতে হিমায়িত কড মাছের বাইরের প্যাকেটে জীবন্ত কভিড-১৯-এর দেখা মিলেছে। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে রেফ্রিজারেটেড পণ্যের বাইরে প্রথমবারের মতো জীবন্ত করোনাভাইরাস চিহ্নিত  হয়েছে। গবেষকরা কিংডাও হাসপাতালের সঙ্গে সংযুক্ত সাম্প্রতিক একটি প্রাদুর্ভাবের উৎস বের করতে গিয়ে এটি খুঁজে পান।

হিমায়িত খাবারের নমুনায় এর আগেও জিনগত চিহ্নের দেখা পেয়েছিলেন গবেষকরা। কিন্তু সে সময় জীবন্ত ভাইরাসে অস্তিত্বের সন্ধান পাওয়া যায়নি। নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে এজেন্সির পক্ষ থেকে বলা হয়, এটা নিশ্চিত যে ভাইরাস থাকা মোড়কের সঙ্গে সংস্পর্শের ফলে যে কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। যদিও হিমায়িত খাবাবগুলো কোথা থেকে এসেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

দ্য গার্ডিয়ান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন