শিক্ষার্থীদের জন্য কোরসেরা ফর ক্যাম্পাস বিনা মূল্যে

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষাবিষয়ক প্লাটফর্ম কোরসেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনা মূল্যে কোরসেরা ফর ক্যাম্পাস ব্যবহারের সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে উচ্চশিক্ষায় এর দীর্ঘমেয়াদি প্রয়োজনীয়তার বিষয়টিকে আমলে নিয়ে কোরসেরার বিভিন্ন ফিচার হালনাগাদ করা হয়েছে।

কোরসেরার নতুন ফিচারগুলো বিশ্ববিদ্যালয়গুলোর ক্রেডিট সংযুক্ত অনলাইন কোর্স পরিচালনা, শিক্ষার্থীদের চাকরির সুযোগ বৃদ্ধি এবং প্রাইভেট কোর্স ব্যবহারের সুযোগ দেবে। নতুন ঘোষণা গত মার্চে ক্যাম্পাস রেসপন্স ইনিশিয়েটিভের ধারাবাহিকতায় দেয়া হয়েছে।

কভিড-১৯ বৈশ্বিক মহামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সময় শিক্ষার্থী শিক্ষকদের বিনা মূল্যে কোরসেরা ফর ক্যাম্পাস ব্যবহারের সুযোগ দিতে ক্যাম্পাস রেসপন্স ইনিশিয়েটিভ উদ্যোগটি নিয়ে আসা হয়। বর্তমানে হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ২৪ লাখের বেশি শিক্ষার্থীকে অনলাইনে শিক্ষাদানে কোরসেরা ফর ক্যাম্পাস ব্যবহার করছে।

কোরসেরা ফর ক্যাম্পাসের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ৯৯ হাজারেরও অধিক শিক্ষার্থীকে শিক্ষাসেবা দিচ্ছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক শিক্ষা কার্যক্রম চলমান রাখতে এবং চাকরি ইন্টার্নশিপের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার সুযোগ সৃষ্টিতে কোরসেরা ফর ক্যাম্পাস ব্যবহার করে। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), নর্থসাউথ ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য . কারমেন বলেন, কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে পুরো শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তি এবং গুণগতমানের কনটেন্টের সমন্বয়ে হাইব্রিড শিক্ষা পদ্ধতি আগামী দিনের শিক্ষণ পদ্ধতির মূল বিষয় হিসেবে কাজ করবে। কোরসেরা ফর ক্যাম্পাস প্লাটফর্মটি আমাদের শিক্ষার্থীদের অনেক বিষয়ে শিক্ষার সুযোগ কর্মসংস্থান উপযোগী কনটেন্ট দিয়ে সহায়তা করেছে। আমাদের একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নিতে প্লাটফর্মের নতুন ফিচারগুলো সহায়তা করবে বলে আমরা আশা করছি।

কোরসেরার মোবাইল এবং অফলাইন লার্নিং ফিচারের মাধ্যমে শিক্ষার্থীরা কম ডাটা খরচে কোর্স ডাউনলোড, সিনক্রোনাইজে অগ্রগতি কুইজ, নোট গ্রহণ ক্যালেন্ডার সিঙ্কসহ নানা সুবিধা গ্রহণ করতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন