সর্বনিম্ন মূল্যে আলু-পেঁয়াজ বিক্রির ঘোষণা স্বপ্নের

বণিক বার্তা অনলাইন

সম্প্রতি অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর আলুর দাম খুচরা বাজারে ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে নিয়মিত অভিযান চালিয়েও দাম নিয়ন্ত্রণে আসেনি এখনো। তবে গ্রাহক সন্তুষ্টির কথা চিন্তা করে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির ঘোষণা দিয়েছে সুপারশপ স্বপ্ন। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির সবগুলো আউটলেটে পেঁয়াজও বিক্রি হবে ৭৫ টাকা দরে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই গ্রাহকরা এই সেবা নিতে পারবেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বপ্ন’র হেড অব বিজনেস মাহাদী ফয়সাল এ বিষয়ে বলেন, ‘সর্বনিম্ন ৩০০ টাকার অন্যান্য পণ্যের বাজার করলেই প্রত্যেক ক্রেতা প্রতি কেজি আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৭৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি করে ক্রয় করতে পারবেন। এই অফারটি স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে।

শর্তারোপ প্রসঙ্গে স্বপ্ন’র এই কর্মকর্তা বলেন, মজুদদাররা যাতে পুনরায় বিক্রির উদ্দেশ্যে কিনে নিয়ে যেতে না পারেন সেজন্যই মূলত এই শর্ত। আমাদের ই-কমার্স সাইটেও (স্বপ্নডটকম) এই অর্ডার দেওয়া যাবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন