বন্ধ পাটকল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

খুলনায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১২

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

বন্ধ পাটকল চালুর দাবিতে খুলনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। এক পর্যায়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড শটগানের গুলি সাত রাউন্ড টিয়ারশেল ছোড়ে এবং লাঠিচার্জ করে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে ইস্টার্ন গেটে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতাকর্মীরা। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের তুলে দিলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নাজমা খাতুন, খাদিজা বেগম, হাফিজা বেগম, সুমি রায়, শেফালী বালা, সুচিত্রা বিশ্বাস সাফিয়া আহত হন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তত্পর হয়। বিষয়ে বিস্তারিত মিডিয়া সেল থেকে জানানো হবে।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত--খুদা বলেন, শ্রমিকরা সকালে শান্তিপূর্ণ অবরোধ শুরু করেন। পুলিশ সবাইকে তুলে দেয়ার পর উত্তজনা সৃষ্টি হয়। এরপর পুলিশের লাঠিচার্জ টিয়ারগ্যাস নিক্ষেপে নয়জন শ্রমিক আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে তাসনিম শ্যামলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতারা বলেন, বিজেএমসির দুর্নীতি লুটপাটের কারণে পাটকলে লোকসান হয়েছে। লুটপাটের জন্যই পাটকল পাটশিল্প আজ ধ্বংসের পথে। অথচ বিজেএমসির দুর্নীতি লুটপাটের ফলে সৃষ্ট লোকসানের দায় সাধারণ পাটকল শ্রমিকদের ওপর চাপাচ্ছে।

কর্মসূচিতে অংশ নেয়া গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য মুনীর চৌধুরী সোহেল বলেন, বিনা উসকানিতে পুলিশ শ্রমিকদের ওপর হামলা চালায়। ফলে দুজন শ্রমিক গুরুতর আহত হন।

গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য মুনীর চৌধুরী সোহেল জানান, হামলার পর অভিযান চালিয়ে পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত--খুদা, সিপিবি কেন্দ্রীয় নেতা পরিষদের সদস্য সচিব এসএ রশীদসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন