আসছে অ্যাপল চিপ সংবলিত ম্যাক

বণিক বার্তা ডেস্ক

গত সেপ্টেম্বরের আয়োজিত ইভেন্টে নতুন অ্যাপল ওয়াচ আইপ্যাডসহ একগুচ্ছ নতুন ডিভাইস উন্মোচন করে অ্যাপল। এরপর চলতি মাসে আইফোন ১২ সিরিজের নতুন চারটি ডিভাইস হোমপড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এবার খবর চাউর হয়েছে, আগামী মাসে আরেকটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে প্রথম সিলিকন ম্যাক কম্পিউটার উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

অ্যাপল পণ্যের আগাম তথ্য প্রকাশক জন প্রসার দাবি করেন, আগামী মাসের ১৭ তারিখই বসবে অ্যাপলের বিশেষ আয়োজনের আসর। যেখানে নতুন ম্যাক কম্পিউটারের মডেল দেখাবে প্রতিষ্ঠানটি। ডিভাইসটিতে প্রথমবারের মতো অ্যাপল নিজস্ব চিপ সংবলিত ম্যাক প্রদর্শন করবে।

জন প্রসারের তথ্যমতে, আয়োজনের ঠিক এক সপ্তাহ আগে নভেম্বরের ১০ তারিখ বিশেষ ওই অনুষ্ঠানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে অ্যাপলের পক্ষ থেকে।

চলতি বছর ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি ২০২০)  ম্যাক কম্পিউটারে ইন্টেলের প্রসেসরের বদলে নিজস্ব অ্যাপল সিলিকন চিপ ব্যবহারের তথ্য জানিয়েছিল অ্যাপল।

জন প্রসারের দাবি, শুধু ম্যাক নয়, বহুল প্রতীক্ষিত এয়ারট্যাগসের ব্যাপারেও নভেম্বরেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে অ্যাপল। তবে এয়ারপডস স্টুডিওর ঘোষণা আসবে আগামী বছরের মার্চ নাগাদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন