অপরিশোধিত জ্বালানি তেল

আট মাসে ওমানের উত্তোলন কমেছে ৭.৫%

বণিক বার্তা ডেস্ক

অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমিয়েছে ওমান। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটির উত্তোলন দাঁড়িয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ব্যারেল (কনডেনসেটসসহ), যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কম। দেশটির ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাত দিয়ে এনসিএসআই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে অপরিশোধিত জ্বলানি তেলের উৎপাদন হয়েছে ১৯ কোটি লাখ ১০ হাজার ব্যারেল, যা গত বছরের একই সময়ে উৎপাদন হওয়া অপরিশোধিত জ্বালানি তেলের তুলনায় দশমিক শতাংশ কম। অন্যদিকে একই সময়ে কনডেনসেট উত্তোলন আগের তুলনায় ৪৫ দশমিক শতাংশ বেড়ে কোটি ২৬ লাখের বেশি ব্যারেলে পৌঁছেছে।

এনসিএসআই প্রতিবেদন বলছে, গত আগস্টের শেষ পর্যন্ত ওমানের দৈনিক গড় উত্তোলন ছিল লাখ ৫৭ হাজার ৩০০ ব্যারেলে, যেখানে গত বছরের একই সময়ে উত্তোলন ছিল লাখ ৭০ হাজার ৫০০ ব্যারেল।

জ্বালানি তেলের রফতানিকারকদের জোট ওপেকের অন্যতম সদস্য ওমান। জ্বালানি তেলের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য ঠেকাতে রাশিয়ার নেতৃত্বে গঠিত ওপেক প্লাস জোটের উত্তোলন হ্রাস চুক্তি অনুযায়ী, ওমানসহ অন্যান্য দেশ দৈনিক উত্তোলন কমিয়ে আনছে। এর অংশ হিসেবে ওমানের জ্বালানি তেল উত্তোলন কমছে বলে মনে করছেন সংশ্লিষ্ট।

এর আগে চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণের জের ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে দরপতন ঠেকাতে জ্বালানি পণ্যটির উত্তোলন আরো কমিয়ে আনার পক্ষে অবস্থান নেয় ওমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন