২০২১ পর্যন্ত সয়াবিন ও ভুট্টা আমদানিতে শুল্ক স্থগিত করছে ব্রাজিল

বণিক বার্তা ডেস্ক

ব্রাজিলে খাদ্যমূল্য বাড়তে বাড়তে এখন মূল্যস্ফীতি তৈরি হয়েছে। তাই খাদ্যমূল্য কমাতে নিয়ন্ত্রণে রাখতে আগামী কয়েক মাসের জন্য সয়াবিন ভুট্টা আমদানির ওপর শুল্কারোপ স্থগিত করবে ব্রাজিল। অবশ্য এটা মার্কোসুর ট্রেড ব্লকের (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, একুয়েডর, গায়ানা, পেরু সুরিনাম) বাইরের দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। খবর রয়টার্স।

গত শুক্রবার রাতে ব্রাজিলের অর্থ মন্ত্রণালয়ের টেকনিক্যাল বডি জেসেক্সের এক বৈঠকে ভুট্টা সয়াবিনের ওপর থেকে শুল্ক সাময়িকভাবে তুলে নেয়ার সিদ্ধান্ত আসে। অর্থ মন্ত্রণালয় জানায়, সয়াবিনের সঙ্গে সয়াবিন মিল সয়াবিন তেল আমদানিতেও শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে ২০২১ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত এবং ভুট্টা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত। এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়, খাদ্যের উচ্চমূল্যের লাগাম টেনে ধরতেই উভয় ব্যবস্থা নেয়া হলো। ভুট্টা সয়াবিন উভয় শস্যের রেকর্ড উচ্চমূল্য সামগ্রিক খাদ্যমূল্যের ওপর প্রভাব ফেলেছে, যা মূল্যস্ফীতি তৈরি করেছে। করোনাভাইরাস মহামারীতে আগে থেকেই ব্রাজিলীয় অর্থনীতি বিপর্যস্ত। তারই ধারাবাহিকতায় যোগ হয়েছে খাদ্যের উচ্চমূল্য। আর জ্বালানি খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় গত আগস্টে চার বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে ব্রাজিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন