হাইপারমার্কেট সান আর্টের সিংহভাগ শেয়ার ক্রয় আলিবাবার

বণিক বার্তা ডেস্ক

চীনের খুচরা বাজারে আরো বেশি জায়গা করে নেয়ার আশায় হাইপারমার্কেট অপারেটর সান আর্ট রিটেইল গ্রুপ লিমিটেডে ৩৬০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আলিবাবা গ্রুপ হোল্ডিংস। এর মাধ্যমে সান আর্টের ৭২ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ পাবে জ্যাক মা প্রতিষ্ঠিত অনলাইন জায়ান্টটি। গতকাল তথ্য নিশ্চিত করেছে আলিবাবা। খবর রয়টার্স।

চীনে সান আর্টের ৪৮১টি হাইপারমার্কেট তিনটি মাঝারি আকারের সুপারমার্কেটকে চাঙ্গা করতে নিজেদের ডিজিটাল উপস্থিতি আরেকটু জোরালো করতে যাচ্ছে -কমার্স জায়ান্ট  আলিবাবা। মূলত ঐতিহ্যবাহী -কমার্সে প্রবৃদ্ধি এখন ধীরগতিতে হওয়ার কারণেই অফলাইনের খুচরা বাজারে ক্রমেই জায়গা করে নেয়ার পরিকল্পনা আলিবাবার। তাই তারা এই বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে।

একটি ইউনিটের মাধ্যমে এরই মধ্যে সান আর্টের ২১ শতাংশ শেয়ারের মালিক আলিবাবা। এবার তাদের শেয়ারটা পৌঁছতে পারে ৭২ শতাংশে। -আর্ট রিটেইল হোল্ডিংস কিনে নিতে যাচ্ছে আলিবাবা। সান আর্টের ৫১ শতাংশ শেয়ারের মালিক এই -আর্ট। আলিবাবা যদি -আর্ট কিনে নেয়, তবে সান আর্টে তাদের মোট শেয়ার দাঁড়াবে ৭২ শতাংশ।

তারা শেয়ার কিনতে যাচ্ছে ফরাসি বহুজাতিক কোম্পানি আউচান রিটেইল ইন্টারন্যাশনাল এসএর কাছ থেকেও, যারা চীনের বৃহৎ সুপারমার্কেটগুলোর মধ্যে দুটির সূচনা করেছে।

আলিবাবার চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ঝ্যাংক বলেন, কভিড-১৯ মহামারীর কারণে ভোক্তাদের জীবনধারায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে, তাই আমরা সান আর্টের প্রতি অঙ্গীকার পূরণ করার মধ্য দিয়ে আমাদের খুচরা বাজারের দর্শনকে শক্তিশালী করতে চাইছি এবং সমন্বিত অভিজ্ঞতার মাধ্যমে আরো বেশি ভোক্তার সেবা করতে চাইছি।

আলিবাবা আরো জানায়, বর্তমানে সান আর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হুয়াংকে বাড়তি দায়িত্ব দিয়ে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে।

আলিবাবার বিনিয়োগের ঘোষণা আসার পরই গতকাল সকালে সান আর্টের শেয়ারের দাম ২০ শতাংশ বেড়েছেচীনজুড়ে সুপারমার্কেট চেইন ফ্রেশিপ্পোর আউটলেট সংখ্যা বাড়িয়েছে আলিবাবা। ফ্রেশিপ্পো এমন একটি সুপারমার্কেট, যাদের অনলাইন সেবাই বেশি। সর্বশেষ আর্থিক প্রতিবেদনে আলিবাবা জানায়, তারা মোট ২১৪টি ফ্রেশিপ্পো আউটলেট পরিচালনা করে।

এছাড়া মম-অ্যান্ড-পপ স্টোরগুলোকে প্রযুক্তিগত সেবা দিতেও তাদের সঙ্গে কাজ করছে আলিবাবা। বসে নেই আলিবাবার -কমার্স প্রতিদ্বন্দ্বীরা। তারাও সমান উদ্যম নিয়ে ব্রিক অ্যান্ড মর্টার খুচরা বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। অনলাইন রিটেইলার জেডি ডটকম সেভেনফ্রেশ নামের একটি ব্রিক অ্যান্ড মর্টার মুদি স্টোর পরিচালনা করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন