গত পাঁচ মাসে ভারতে সাইকেল বিক্রি দ্বিগুণ বেড়েছে

নভেল করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে মানুষ এখন গণপরিবহন এড়িয়ে নিরাপদ চলাচলে সতর্ক হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশেই সাইকেল বিক্রি বেড়েছে। অবশ্য ভারতে গত পাঁচ মাসে দুই চাকার বাহনটির বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে। সর্বভারতীয় বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং জোট অল ইন্ডিয়া বাইসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা এআইসিএমএ জানায়, গত মে থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে ৪১ লাখ ৮০ হাজার ৯৪৫টি সাইকেল বিক্রি হয়েছে। চাহিদা এমনই যে বড় শহরগুলোয়ও সাইকেল কিনতে অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। কভিড-১৯ পরিস্থিতিতে সাইকেল হয়ে উঠেছে যাতায়াতের নিত্যসঙ্গী। এককালীন বিনিয়োগের দেখভাল বাবদ খরচও খুব কম। পাশাপাশি নিয়মিত ব্যবহারের স্বাস্থ্য সুবিধাও অনেক। এসব কারণেই চলমান মহামারীতে মানুষ বেশি করে সাইকেলের দিকে ঝুঁকছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এআইসিএমএ মহাসচিব কে বি ঠাকুর জানান, মনে হচ্ছে ইতিহাসে এই প্রথম সাইকেল নিয়ে এত বড় উন্মাদনা দেখা যাচ্ছে। গত মে মাসে লাখ ৫৬ হাজার ৮১৮টি সাইকেল বিক্রি হয়েছিল। জুনে তা প্রায় দ্বিগুণ বেড়ে লাখ ৫১ হাজার ৬০টিতে দাঁড়ায়। সর্বশেষ গত সেপ্টেম্বরে সাইকেল বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ১১ লাখ ২১ হাজার ৫৪৪টিতে। জয়পুরের আনন্দ সাইকেল স্টোরের স্বত্বাধিকারী গকুল খাত্রি জানান, লকডাউন-পরবর্তী সময়ে বাইসাইকেল বিক্রি ১৫ থেকে ৫০ শতাংশ বেড়েছে। মনসরোবর এলাকার অন্য এক দোকানি জানান, ১০ হাজার রুপি বা তার কাছাকাছি মূল্যের সাইকেল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। পিটিআই

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন