ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

শেখ রাসেলের ম্যুরাল উন্মোচন ও ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলেক্ষ ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের ম্যুরাল উন্মোচন এবং শহীদ শেখ রাসেল ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ম্যুরাল উন্মোচন এবং ভবন উদ্বোধন করেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যাণ উপকমিটি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী . মো. আব্দুর রাজ্জাক, এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান আলহাজ একেএম রহমতুল্লাহ, এমপি, সদস্য সচিব সুজিত রায় নন্দী এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসেস সেলিনা বানু বক্তব্য রাখেন। সময় অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক . মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক . এএসএম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য অন্য অতিথিরা শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন